শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
সোমবারের পর মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে আরও ১৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫৫। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮১ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।
নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট শহর ও শহরতলির ৬ জন এবং বাকি ১১ জন হরিরামপুর ব্লকের।তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সোমবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ১৭ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুনঃ মাস্কহীন ব্যক্তিদের গ্রেফতার পুলিশের
এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584