১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকরা দেশ ছাড়তে পারবেন না, নয়া নির্দেশিকা ইউক্রেন সরকারের

0
115

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নয়া সামরিক নির্দেশিকা জারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির। ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকরা ইউক্রেন সীমানা ছাড়তে পারবেন না। তবে তাঁদের সেনা বাহিনীর কাজে লাগানো হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি জেলেনস্কি সরকার।

Russia attack on Ukraine
ছবিঃ রয়টার্স

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, “১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকেরা ইউক্রেনের সীমানা ছেড়ে যেতে পারবেন না। এই নির্দেশ সামরিক আইন জারি থাকা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। নাগরিকদের মেনে চলতে হবে এই নির্দেশ।“ নির্দেশিকায় ইউক্রেনের সমস্ত সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিভ সহ ইউক্রেনের অন্যান্য বড় শহরে সেনা সহ সব সশস্ত্র বাহিনীর মোবিলাইজেশনের নির্দেশও দেওয়া হয়েছে।

মস্কোর সামরিক অভিযান শুরু করার পর থেকে অন্তত ৫৭ জন নিহত ও ১৬৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রী ভিক্টর লিয়াশকো। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ইউক্রেনের মোট ৮৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে তারা।

আরও পড়ুনঃ কিভে একাধিক বিস্ফোরণের শব্দ, মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেন প্রশাসনের

অন্যদিকে ইউক্রেন সেনার দাবি মোট ২০৩টি সামরিক আক্রমণ করেছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের দাবি রাশিয়ার ৪ টি ট্যাঙ্ক ও ৬টি জুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে এবং ৫০ জন রাশিয়ান সেনা নিহত হয়েছেন। যদিও এই বক্তব্য উড়িয়ে দিয়েছে রাশিয়া। আজকের শেষ পাওয়া খবর অনুযায়ী বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রাশিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here