ভাস্কর ঘোষ, কান্দি: একটি বেসরকারি বাস নিয়ন্ত্রন হারিয়ে উলটে গেলে ১৮ জন যাত্রী জখম হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার জয়পুর গ্রামের বাউতিপাড়া মোড়ে শেরপুর-জয়পুর রাজ্য সড়কে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন যাত্রী। আহতদের প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদের কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা রয়েছেন। সেখান থেকে পরে এক জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আর বাকিদের খড়গ্রাম গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। যদিও বাসের চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ।
বাসের যাত্রী টিঙ্কু মন্ডল ও রাখী পাল বলেন, শেরপুর থেকে বাসটি ছাড়ার পর থেকেই দ্রুত গতিতে চলছিল। বাউতিপাড়ার কাছে একটি বাঁক ঘোরার মুখে চালক ব্রেক কষেন। ঝাঁকুনিতে একটি লাগেজ ব্যাগ বাসের স্টিয়ারিংয়ের উপর পড়ে যায়। তার ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মেরে বাসটি উলটে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খড়গ্রাম – বহরমপুর রুটের বেসরকারি বাস খড়গ্রামের বাউতিপাড়া মোড়ে শেরপুর – জয়পুর রাজ্য সড়কে বাউতিপাড়া মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারলে গাছ ভেঙে খাদে পরে যায়। ঘটনায় ১৮ জন যাত্রী জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে কয়ে জজনের অবস্থার অবনতি হলে তাঁদের কান্দি মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়গ্রাম থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। যদিও সেটির চালক সহ সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584