নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০১৮-তে বসে ১৯৭২-এর স্বপ্ন দেখেন জ্যামি ব্যানার্জি। আর সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে ২০২১-এ। আসছে সৌম্য থুড়ি জ্যামি ব্যানার্জি পরিচালিত বাংলা ছবি ‘১৮ তে ৭২’। ইতিমধ্যেই হাজির ছবির টানটান উত্তেজনাময় ট্রেলার।
১৯৬৭-তে সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের পথ দেখিয়েছিলেন যাঁরা সেই কানু সান্যালরা আজও জীবিত ইতিহাসের পাতায়। সেই সব কানু সান্যালকেই এবার রিলে বন্দি করলেন পরিচালক সৌম্য (জ্যামি) ব্যানার্জি। ২০১৮-র সঙ্গে ১৯৭২-এর কী সম্পর্ক লুকিয়ে আছে সেটাই খুঁজে বের করার চেষ্টা রয়েছে পিরিয়ডিক থ্রিলার ‘১৮-তে ৭২’-এ।
নকশাল আন্দোলন, স্টুডেন্ট মুভমেন্ট উঠে আসবে ছবিতে। কোনওরকম আড়ম্বর ছাড়াই তৈরি এই ছবি। নেই কোনও আর্ট ডিরেক্টর।‘১৮-তে ৭২’ একটি স্বাধীন ছবি। এর পিছনে কোনও বড় ব্যানার নেই। প্রযোজনায় রয়েছেন পিউ ঘোষাল, শমিক বসু এবং শাশ্বত চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ ‘মাস্ক’-এর শুটিং শুরু কলকাতায়
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌম্য (জ্যামি) ব্যানার্জি, গৌরব চক্রবর্তী, সুমা দে, তন্ময় রায়, কৌস্তভ ঘোষ, শমিক বসু, সৌরভ ভট্টাচার্য, ত্রিদীব কর্মকার সহ আরও অনেকে। ছবির সম্ভাব্য মুক্তির সময় এই গ্রীষ্মে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584