৩৫৮ কেজি গাঁজা সহ ধৃত – ২

0
79

 

ভাস্কর ঘোষ, সুতি, ১৪ মার্চ :– ৩৫৮ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। বুধবার সকালে সুতির আহিরণ ব্রিজের উল্টোদিকে ঘোষ হোটেলের কাছে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নিজাম শেখ ও আলাউদ্দিন শেখ।

তাদের মধ্যে নিজাম শেখের বাড়ি মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামে। আর আলাউদ্দিন শেখ বহরমপুর থানার দুর্গাপুরের বাসিন্দা। তাদের কাছে ৩৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় একটি পিকাপ ভ্যান আটক করা হয়েছে। এদিন ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দু’জনকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন তারা আসাম থেকে পিকআপ ভ্যানটি গাঁজা ভর্তি করে আসছিল। নিজাম শেখ ওই গাড়ির চালক। গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর আহিরনে নাকা চেকিং বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ নির্দিষ্ট গাড়িটি পৌঁছাতেই পুলিশ গাড়িটি আটক করে। ওই গাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয় ৩৫৮ কেজি গাঁজা।
সুতি থানার ওসি বিশ্ববন্ধু চট্টোরাজ জানিয়েছেন, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, ধৃতরা জেরায় জানিয়েছে, গাড়িটি আসাম থেকে আসছিল। গাঁজা নিয়ে নদিয়া যাওয়ার কথা ছিল। এই চক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিন আহিরন ব্রিজের উল্টোদিকে ঘোষ হোটেলের কাছে থেকে একটি পিকাপ ভ্যান আটক করে সুতি থানার পুলিশ। ওই গাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমানে গাঁজা। তখন তাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here