নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংক্রমণে ইসলামপুর মহকুমার দুই বাসিন্দার মৃত্যু হল এদিন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার দু’জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় ইসলামপুরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতদের মধ্যে ইসলামপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার জিতেন্দ্রনাথ দাস (৫৯) ইসলামপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। শিলিগুড়ির একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। অন্যজন, চোপড়া থানার দেবীঝোড়া এলাকার বাসিন্দা সবিতা শীলের (৫৬) শিলিগুড়ির ডিসান কোভিড হাসপাতালে মৃত্যু হয়।
আরও পড়ুনঃ মাথাভাঙায় নিঁখোজ ব্যক্তির দেহ উদ্ধার
আবার রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চলতি মাসের ১৯ তারিখে ওই বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হন। যদিও চিকিৎসকদের দাবি “কোভিড হাসপাতালে ভর্তি হলেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি এই বৃদ্ধার। হৃদযন্ত্রে সমস্যা ও কয়েকটি ব্লকেজ থাকার জন্য, এছাড়া বাইপাস সার্জারি হওয়ার কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।”
মৃতদের মধ্যে অধিকাংশেরই শারীরিক অন্যান্য সমস্যা ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর। ইসলামপুর মহকুমা প্রশাসনের ৩ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ ইসলামপুর থানার এক শীর্ষ আধিকারিক গত তিনদিনের মধ্যে সংক্রামিত হয়েছেন বলে খবর।
আরও পড়ুনঃ বীরভূমে অকারণে বাড়ি থেকে বেরিয়ে গ্রেফতার ২২৪ জন
ইসলামপুর মহকুমা হাসপাতালেও করোনা থাবা বসিয়েছে। ফলে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ছে। যদিও আগামী ২৬ জুলাই পর্যন্ত ইসলামপুর পুর এলাকায় লকডাউন জারি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফেও লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মাইকে প্রচার করা হয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের তরফেও সাড়া মিলতে দেখা গিয়েছে। নিজেরাই নিজেদের পাড়ার এলাকা বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584