এক ফ্রেমে নবাব পরিবারের দুই সদস্যা

0
59

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

what women want | newsfront.co
‘হোয়াট উইমেন ওয়ান্ট টু’-র প্রোমোর একটি দৃশ্য। ছবিঃ প্রতিবেদক

বলিউড বেগম করিনা কাপুর খানের দরবারে এবার হাজির সইফ-অমৃতার কন্যা সারা আলি খান। ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-র পরবর্তী এপিসোডে দেখা যাবে এঁদের। সইফের প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে সারার সাক্ষাৎকার নেবেন করিনা— যা সত্যিই এক বিরল দৃশ্য।

ভিডিও সৌজন্যঃ ইশক

আরও পড়ুনঃ গলায় মাণিক্য, কড়াপাক-এর প্রোমোশনে পায়েল সরকার

মজাদার আড্ডায় মেতে উঠেছেন দুজনে। ঘুরে ফিরে এসেছে তৈমুর, সইফ, পতৌদি পরিবারের নানা গল্পও। এছাড়া সারার ফিল্ম কেরিয়ারের কথা তো রয়েছেই। সাথে আজকের ভালোবাসা, গতকালের ভালোবাসা নিয়েও বক্তব্য রেখেছেন সারা।

Karina Kapoor and Sara Ali Khan | newsfront.co
করিনা কাপুর ও সারা আলি খান। ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ করিনার মুখোমুখি তাপসী পান্নু

অভিনেত্রী হিসেবে খুব বেশিদিন কাজ শুরু করেননি সারা৷ তবে দর্শক জানতে চান, সারার পরবর্তী ছবি কী হতে চলেছে। কেরিয়ারের গোড়াতেই এমন ইমেজ নিজের ক্যারিশ্মায় গড়ে তুলেছেন সারা।

ইস্ক ১০৪.৮ এফ এম-এর ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু হয়েছে এই পর্বের স্ট্রিমিং। প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় এবং সকাল ১০ টায় সম্প্রচারিত হয় ‘হোয়াট উইমেন ওয়ান্ট’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here