ঝাড়গ্রাম শহরে ফের ২ জন করোনা আক্রান্তের হদিশ

0
33

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম শহরে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। অরণ্য শহরের পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকার দুই বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন।

corona | newsfront.co
গ্রাফিক্স চিত্র

একজন করোনা হাসপাতালে ও একজনকে সেফ হোমে রাখা হয়েছে। নতুন করে শহরে দু’জন করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার পরই এদিন দু’টি পরিবারের মোট ন’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য।

এদিন দুপুরে দমকলের কর্মীরা আক্রান্ত দু’জনের বাড়ি সংলগ্ন এলাকা স্যানিটাইজ করে। আক্রান্তদের মধ্যে একজন মিষ্টি দোকানের মালিক। সেই দোকান সংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘সি-টি ভ্যালু’ র মাধ্যমে উপসর্গহীন করোনা রোগীদের মৃত্যুর হার কমাতে এবার উদ্যোগী স্বাস্থ্য দফতর

রবিবার থেকে পুরাতন ঝাড়গ্রাম এলাকার দুই বটতলা মোড়, ডোমপাড়া সহ কিছু জায়গায় পুলিশ পিকেট বসবে বলে জানা গিয়েছে। এছাড়াও পাড়ায় পাড়ায় পুলিশি টহল চলবে। কোথায় শিবির করা হবে তা সরজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক আয়েষা রানি এ।

সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুবর্ণ রায়, এডিপিও অনিন্দসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। জেলাশাসক হেঁটে হেঁটে পাতর পাড়া, খ্রীষ্টানপাড়া এলাকা পরিদর্শন করেন। পথচলতি মানুষজনকে মুখে মাস্ক পরার কথা বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here