মাদক পাচার, সোনা চুরিকাণ্ডে জোড়া সাফল্য রায়গঞ্জ পুলিশের

0
38

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনে রায়গঞ্জে যে মাদকের কারবার রমরমিয়ে চলছে, তার দৃষ্টান্ত বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এবার প্রায় ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ পাচারকারীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ ও এস ও জি টিম।

2 smugglers arrested in raiganj | newsfront.co
নিজস্ব চিত্র

শনিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে রায়গঞ্জের বারোদুয়ারি সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের প্যাকেট গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের নাম শেখ ডালিম ও খুরশেদ আলম।

তারা উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে। একটি ছোট গাড়িতে চেপে মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল তারা।

আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে ৬ পরিযায়ী শ্রমিক

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কথা জানতে পেরেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পাশাপাশি, মাস খানেক আগে চুরি হওয়া প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ।

শনিবার গোপন সুত্রে খবর পেয়ে রায়গঞ্জের শক্তিনগর এলাকা থেকে সঞ্জয় রায় নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here