নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বছরের শুরুতে ‘এসআরএল মোশন পিকচার্স এন্টারটেইনমেন্ট’ প্রকাশ করল তাদের নতুন বর্ষের ক্যালেন্ডার। প্রতি বছরের মতো এ বছরও এই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।
অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন ‘এসআরএল মোশন পিকচার্স’-এর কর্ণধার সর্বজিত ঘোষ, অভিনেত্রী মৌবনী সরকার, সান বাংলার ‘সর্বমঙ্গলা’ এবং জি বাংলার ‘জয়ী’ সিরিয়াল খ্যাত পরিচালক অর্ঘ্য রায়চৌধুরী, এভন মেক আপ কোম্পানির রিজিওনাল ট্রেনার ম্যানেজার শালিনী ঝাঁ এবং জোনাল ম্যানেজার রানা গোস্বামী সহ বিশিষ্টজনেরা।
ক্যালেন্ডারে নিজেদের তুলে ধরেছেন অনেক নবাগত মডেলরা, যেমন মাম্পি মণ্ডল, ইপ্সিতা নন্দী, পুস্পিতা পাল, নীলাঞ্জনা বিশ্বাস, স্নেহা মুখার্জি, অঞ্জনা দাস, সুলগ্না শীল, প্রিয়াঙ্কা ঘোষ।
প্রত্যেক মাসে দুজন করে মডেলকে মনোনীত করা হয়েছে এই ক্যালেন্ডারে। মেকাপ করেছেন রোহন দাস। কস্টিউম ডিজাইন করেছেন অনামিকা বিশ্বাস ও শর্মিষ্ঠা দাস। ক্যালেন্ডারের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসটিতে মুখ্য চরিত্রে রয়েছেন এসআরএল মোশন পিকচার্স এন্টারটেইনমেন্টের কর্ণধার সর্বজিত ঘোষ ও অভিনেত্রী মৌবনী সরকার।
আরও পড়ুনঃ রূপঙ্করের কথা ও সুরে মধুরিমার কণ্ঠে নতুন সিঙ্গল
যেহেতু ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন মাস তাই এই মাসের পুরোটাই প্রেমের উপরে নির্ভরশীল। ক্যালেন্ডারের ছবি গুলো তুলেছেন রনিত প্রধান, প্রিয়ম বক্সি ও সর্বজিত ঘোষ। ছবির এডিটিং ও ভিএফএক্স করেছেন প্রিয়ম বক্সী এবং শুভজিৎ নন্দী।
আরও পড়ুনঃ বাদল সরকারের নাটক অবলম্বনে নবীন পরিচালকের ‘শহরের উপকথা ’
‘এসআরএল মোশন পিকচার্স এন্টারটেইনমেন্ট’-এর কর্ণধার সর্বজিত ঘোষ বলেন যে তাদের এই ক্যালেন্ডারে শুধুমাত্র মডেল ও অভিনেত্রী নয়, রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। যাঁদের মধ্যে কেউ শিক্ষিকা, কেউ চিকিৎসক, কেউ বা ফ্যাশন ডিজাইনার, উকিল, ইঞ্জিনিয়ার, কেউ আবার সঞ্চালিকা।
প্রসঙ্গত, সর্বজিত ঘোষ মূলত মিউজিক অ্যালবাম, বাংলা ব্যান্ডের গান, বিজ্ঞাপণী শুট করে থাকেন। সর্বজিত একজন প্রযোজকও বটে। পাশাপাশি গায়ক, সঙ্গীত পরিচালক, লেখক ও অভিনেতাও। তিনি নতুন মডেল, গায়ক, সুরকার, অভিনেতা, ফোটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, সম্পাদক, সকলকে কাজের ও সুযোগ দেন৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584