২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ২,২৯৪, মৃত ৪১, সুস্থ ২,০৯৪

0
39

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সুস্থতার হারে বুধবার রেকর্ড তৈরি হল রাজ্যে। বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ফের ২৪ ঘন্টায় ২২৯৪ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫২৫৮ জন। আরও ৪১ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ১৪৯০ জনের, যার মধ্যে ১৭ জন কলকাতার। ২৪ ঘন্টায় আরও ২০৯৪ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৪৪১১৬ জন। ফলে বিপুল সংক্রমণেও রেকর্ড সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৭.৬০ শতাংশে।

corona positive | newsfront.co

এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতাতে ৬৭৭ জন, উত্তর ২৪ পরগনায় ৫৩০ জন, হাওড়ায় ২১২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৭ জন, হুগলিতে ১০১ জন, পূর্ব মেদিনীপুরে ৭৮ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৯৬৫২ জন। এদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে মাত্র ১৫৯ জনের।

Bulletin | newsfront.co

বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৫৬ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৮৫৬৩৫৫ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে রেকর্ড সংখ্যক ১৭১৪৪ জনের। রাজ্যের ৮৩ টি করোনা হাসপাতাল, ২৮ টি সরকারি এবং ৫৫ টি বেসরকারি হাসপাতালে মোট ১১২৯৯ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯৪৮ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯৫ টি। তার ৪০.১১ শতাংশ রোগী ভর্তি আছেন।

সরকারি ৫৮২ টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৩৩৮৫ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৪৭৬৭ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩২২৮০ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৩৭১২৯১ জনকে। রাজ্যের ১০৬ টি সেফ হোমে ৬৯০৮ টি বেড রয়েছে এবং তাতে ১৪২২ জন রোগী রয়েছেন।

আরও পড়ুনঃ সাংসদ শতাব্দী রায়ের বাবা করোনা পজিটিভ, আক্রান্ত বেলেঘাটায় ২৫ নার্স- স্বাস্থ্যকর্মীও

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, যার মধ্যে কলকাতায় সংক্রমণ ৬৮৮ জন, উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ৫৫৪ জন। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ৪১ জনের, যার মধ্যে ১৭ জন কলকাতার, ৯ জন উত্তর ২৪ পরগনার, ৫ জন, দক্ষিণ ২৪ পরগনার এবং ৪ জন হাওড়ার। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে ১ জন করে ৬ জন রোগীর মৃত্যু হয়েছে।

কলকাতায় এদিন ৬৮৮ আক্রান্তের সংখ্যা বাড়ায় মোট সংক্রমণ ২০২১৯ জনের। এদিন কলকাতায় আরও ১৭ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতে মোট মৃত্যু ৭২৩ জনের। এছাড়া এদিন উত্তর ২৪ পরগনাতেও ৫৫৪ জন সংক্রামিতের সংখ্যা বাড়ায় মোট আক্রান্ত সংখ্যা ১৩৯১৭ জন। এখানেও এদিন আরও ৯ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩১৫ জন। এদিন অন্যান্য জেলার সঙ্গে হাওড়ায় ২৫৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১০৮ জন, হুগলিতে ৭৪ জন, দার্জিলিংয়ে ৬২ জনের উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এদিনও উত্তরবঙ্গের কালিম্পং ও দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ছাড়া সংক্রমণ বেড়েছে রাজ্যের বাকি সমস্ত জেলাতেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here