ধর্মঘটের প্রভাবে শুনশান আলিপুরদুয়ার

0
127

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ধর্মঘট সফল করতে সকাল থেকেই রাস্তায় নামল সিপিআইএম এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নের কর্মীরা। আলিপুরদুয়ার শহর-সহ বিভিন্ন এলাকায় বন্ধের সমর্থনে মিছিলে অংশ নেন তারা। বৃহস্পতিবার ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে আলিপুরদুয়ার শহরে। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।

aiutuc | newsfront.co
নিজস্ব চিত্র
toto | newsfront.co
নিজস্ব চিত্র

যানবাহন থেকে শুরু করে দোকানপাট বন্ধ। বনধ সমর্থকরা আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোডের সর্বত্র পিকেটিং শুরু করেছে। সর্বত্র পুলিশ মোতায়েন রয়েছে।উল্লেখ্য, বাম এবং কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ২৪ ঘন্টার ধর্মঘট।

rally | newsfront.co
নিজস্ব চিত্র
strike | newsfront.co
নিজস্ব চিত্র

কৃষক বিরোধী কৃষি আইন বাতিল, শ্রমিক বিরোধী শ্রম আইন সংশোধন, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র গুলির বেসরকারিকরণ বন্ধ করা, সকলের জন্য পেনশন এবং আয়করের আওতা বহির্ভূত পরিবারগুলোকে ৭৫০০টাকা প্রতি মাসে দেওয়া, প্রতিটি পরিবারকে মাথাপিছু ১০ কেজি চাল ফ্রি রেশন, এবং রেগার ১০০ দিনের কাজ ২০০দিন করার দাবি গুলি নিয়ে এই ধর্মঘট গোটা দেশজুড়ে।

আরও পড়ুনঃ নিজের বিধানসভা কেন্দ্রের দুটি রাস্তার উদ্বোধন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

বন্ধ সমর্থনকারীরা জানান, “জনস্বার্থে বিভিন্ন দাবিকে সামনে রেখে মানুষের স্বার্থেই তাদের এই ধর্মঘট। মানুষ এই ধর্মঘটে সাড়া দিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here