সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুরঃ
সারা বাংলার পুরনো বনেদি বাড়ির সাড়া জাগানো জগদ্ধাত্রী পূজা গুলোর মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ঘোষ বাড়ির পুজো। এবারে এই পূজার ২৬৬ তম বর্ষ। মেদিনীপুর শহরের মীর বাজারে মল্লিক চকের হিরণ্ময় পতি লেনের ঘোষ বাড়িতে ২৬৬ বছর আগে স্বর্গীয় দ্বারিকা নাথ ঘোষের শুরু করা এই পূজা ঘোষ বাড়ির পুজো নামে প্রসিদ্ধ। বর্তমানে দ্বারিকানাথ বাবুর বংশের একাদশতম প্রজন্ম এই পূজা বংশ পরম্পরায় চালিয়ে যাচ্ছেন। এই বাড়ির বহু ছেলেমেয়ে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত থাকলেও, বছরের এই কটা দিন জগদ্ধাত্রী পুজোর টানে ছুটে আসেন এই ঘোষ বাড়িতে অর্থাৎ দ্বারিকা ভবনে। প্রায় চারশোরও বেশি পারিবারিক মানুষ এবং আত্মীয় স্বজন জড়ো হন এই পূজাতে। এখানকার প্রতিমা পুরোটায় সোনা ও রুপার অলংকারে সজ্জিত থাকে।
এই পুজোর বিশেষ আকর্ষণ বংশ পরম্পরায় চলে আসা কুমারী পুজো এবং পাঁঠা বলি । এই বাড়ির মেয়ে শিক্ষিকা মুনমুন ঘোষ জানালেন, তাঁদের বাড়িতে নবমী ও দশমী তিথিতে এই পূজা হয়। প্রতিবার পূজার দায়িত্ব উপায়ান্তর ভাবে দ্বারিকানাথ বাবুর বংশধররেরা পালন করে থাকেন। এবারের পূজার মূল দায়িত্বে রয়েছেন স্বর্গীয় ফণীভূষণ ঘোষের কনিষ্ঠ পুত্র অমরেন্দ্র ঘোষ এবং ফণীভূষণ বাবুর সমস্ত পৌত্রগণ।প্রতি বারের মতো এবারের ২৬৬ তম বর্ষের পুজোর প্রস্তুতি হয়েছে জোর কদমে এবং পুজোও হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ ভাবে ও ধূমধাম সহকারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584