মনিরুল হক, কোচবিহারঃ
করোনায় আক্রান্তের সংখ্যা আজ অনেকটাই কম কোচবিহারে। এদিন জেলায় মোট ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে কোচবিহার সদর মহকুমায় ১৫ জন, দিনহাটায় ৬ জন, মাথাভাঙায় ৫ জন ও তুফানগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ২৬ জন করোনা আক্রান্ত রোগী।

এনিয়ে কোচবিহার জেলায় মোট করোনা আক্রান্ত ১৮৬২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫৫০ জন। বর্তমানে অ্যাক্টিভ কেস ৩১২ জনের বলে জানা গিয়েছে। গতকাল পর্যন্ত জেলায় কন্টেইনমেন্ট জোন ছিল ২৪৭ টি।
আরও পড়ুনঃ করোনা আবহে এবার মহরমের মেলা হবে না উত্তর দিনাজপুরে
মাঝের কয়েকদিন কোচবিহারে আক্রান্তের হার কিছুটা ঊর্ধ্বগামী থাকলেও এদিন কিন্তু অনেকটাই কম। আর এতে জেলার স্বাস্থ্য কর্তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584