সুদীপ পাল,বর্ধমানঃ
মানকর নিকটবর্তী সোঁয়াই গ্রামে মুখোপাধ্যায় বাড়ির পূজো এবার পদার্পণ করল তিনশ পচিঁশ বছরে।মুখোপাধ্যায় পরিবারের আদি পুরুষ বাসুদেব মুখোপাধ্যায় এই পূজোর প্রচলন করেন।পরিবার সূত্রে জানা যায়,কাটোয়ার বাকলসা গ্রাম ছিল এই পরিবারের আদি বাসস্থান।পরে টোলে পঠন পাঠানের উদ্দেশ্যে তিনি সোঁয়াই গ্রামে আসেন।আদি বাড়িতে দুর্গা পূজোর প্রচলন ছিল।কথিত আছে, বাসুদেববাবুকে দেবী নির্দেশ দেন সোঁয়াই গ্রামে তাঁর পূজো শুরু করার।স্বপ্নাদেশ পেয়ে মায়ের প্রতীমা কাটোয়া থেকে আনা হয় এখানে।কিন্তু পথিমধ্যে বিপত্তি দেখা যায় বর্ধমানের কাছে। রাজার পেয়াদারা পথ আটকান বাসুদেব মুখোপাধ্যায়ের।রাজা আগে যাবেন না মা দুর্গা আগে যাবেন তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে রাজা স্বয়ং নির্দেশ দেন আগে দেবী যাবেন।বাংলার ১১০০ সালে সোঁয়াই গ্রামে দেবীর পুনঃপ্রতিষ্ঠা হয়। তারপর থেকে ধারাবাহিক ভাবে এই পূজো হয়ে আসছে। ছাগ বলি হলেও স্থানীয় বাসিন্দাদের কাছে নবমীর মহিষ বলি বিশেষ আকর্ষনের। অতীতের রীতি মেনে পূজোর প্রত্যেকদিন গ্রামবাসীদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়, জ্বালানো হয় বিশেষ মহাপ্রদীপ। স্থানীয় বাসিন্দাদের মতে, মুখোপাধ্যায় পরিবারের আন্তরিকতা সমস্ত গ্রামবাসীকে পূজোর সময় একসূত্রে বেঁধে রাখে।
আরও পড়ুন: মহালয়ার বাজি ফাটানোকে কেন্দ্র করে বিবাদে ছুরিকাহত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584