লকডাউন উপেক্ষা করে তামিলনাড়ুতে ষাঁড়ের শেষকৃত্যে মানুষের ঢল

0
449

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

লকডাউনের মাঝেই তামিলনাড়ুতে ষাঁড়ের শেষকৃত্যে নামল  মানুষের ঢল।

 

জানা গেছে মাদুরাইয়ের  আলানগান্নালুর গ্রামের স্থানীয় মন্দিরের ষাঁড়টি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব ‘জাল্লিকাট্টু’তে অংশগ্রহণ করে আসছে। পুরস্কারও জিতেছে বেশ কিছু। আলানগান্নালুর ও পার্শ্ববর্তী পালামেডু,আভানীপুরম প্রমূখ গ্রামে এই ষাঁড়টিকে অত্যন্ত শ্রদ্ধা করা হয় ও  এলাকার মানুষ ষাঁড়টিকে নিয়ে গর্ব করে। এহেন জনপ্রিয়  ষাঁড়ের মৃত্যুতে নামে মানুষের ঢল।

 

এই  ষাঁড়ের শেষকৃত্যের মিছিলে বিশাল জমায়েত হয়। ষাঁড়ের মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। জড়ো হয়ে যায় আশপাশের গ্রামের লোকজন। তারপর মৃত ষাঁড়টিকে নিয়ে তারা পরিক্রমা করে। শেষে ষাঁড়টিকে মাটিতে পুঁতে ফেলে শেষকৃত্য সম্পন্ন করে।

মাদুরাইয়ের ডিসট্রিক্ট কালেক্টর টিজি ভিনয় সংবাদ সংস্থা এএনআইকে জানান যে লকডাউনের নিয়ম ভাঙায় ওই জাল্লিকাট্টু ষাঁড়ের শেষকৃত্যের মিছিলে অংশগ্রহণকারী সহ মাদুরাইয়ের  ৩০০০ জনের বিরুদ্ধে  তামিলনাড়ু পুলিশ অভিযোগ করেছে।

 

উল্লেখ্য ,করোনা অতিমারির নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই  মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় ৩রা মে পর্যন্ত লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করার ঘোষণা করছেন।

(ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি নিউজফ্রন্ট কর্তৃপক্ষ)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here