শিব শংকর চ্যাটার্জ্জীঃদক্ষিন দিনাজপুরঃ
জেলার প্রাচীন পূজা গুলির মধ্যে উল্লেখযোগ্য পাল বাড়ির পূজা।আনুমানিক প্রায় ৩৫০ বছরের বেশি পুরোনো এই পুজো।কথিত আছে গৌরী পাল তৎকালীন জমিদার এই পুজোটি প্রথম শুরু করেন।এই পুজোতে ষষ্ঠী থেকে অষ্টমি সাধারণ ভাবে নিরামিষ ভোগ হয়।নবমী ও দশমী মায়ের ভোগ হিসেবে বোয়াল মাছ ও রায়খোর মাছের ভোগ।
জানা গেছে সেই সময় থেকে মায়ের পূজা হয় পঞ্চমুন্ডি আসনের উপরে এবং মায়ের পরণে থাকে বেনারসি শাড়ি।স্থানীয় অরূপ বাবু জানান এই পূজা বৈষ্ণব মতে হলেও তার মহীমা অপার, মানুষ বাংলাদেশ থেকেও তার মানস কামনা পূরণ হবার ফলে বোয়াল মাছ মার কাছে পাঠিয়ে দিয়েছেন তার আত্মীয় হাত দিয়ে।এছাড়া জেলা থেকে জেলার বাইরের অনেকই এই পুজোর দেখতে ও মায়ের প্রসাদ নিতে আসেন।
আরও পড়ুনঃ গ্রামে পরিচ্ছন্নতার পাঠ শেখাতে ব্রতী শিক্ষক ও কচিকাঁচারা
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584