দক্ষিণ দিনাজপুরে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা

0
176

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা সংক্রমিত হলেন ৩৯ জন। এর মধ্যে জেলার সদর শহর বালুরঘাটেই সংক্রমিত হয়েছেন ১৮ জন। বালুরঘাট গ্রামীণ এলাকায় একজন।এছাড়াও গঙ্গারামপুরে একজন, কুমারগঞ্জে ৬ জন, হিলিতে দুই জন, কুশমন্ডিতে তিনজন, হরিরামপুরে ৪ জন, বুনিয়াদপুরে ৪ জন সংক্রমিত হয়েছেন। এদিন রাতে এমনই রিপোর্ট এসেছে মালদহ মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে। আক্রান্তদের গত ১১ জুলাই সোয়াব সংগ্রহ করা হয়, এবং তা পরীক্ষার জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকেই এদিন এই ৪০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

বালুরঘাটের খাদিমপুরে দুই জন, হিন্দি স্কুল পাড়া, বিজেপি মোড়, বটতলা, বেল তলা পার্ক, পাওয়ার হাউজ, ডাকরাতে একজন করে ও একটি ব্যাঙ্কের ১০ জন কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। বালুরঘাট ব্লকের কুরমাইলে একজন সংক্রমিত হয়েছেন। কুমারগঞ্জের ডাংগারহাট ও মহিপুরে দুজন করে, এলেন্দারী ও বালুপারায় একজন করে সংক্রমিত হয়েছেন।

আরও পড়ুনঃ বহরমপুরের একাধিক এলাকা কনটেনমেন্ট জোন হিসাবে ঘিরে দেওয়া হল

বুনিয়াদপুরের পিরতলা,জোর দিঘি, বরাইল, হাট পুকুরে একজন করে, গঙ্গারামপুরে সুকদেবপুরে একজন, হরিরামপুরে চারজন, কুশমন্ডিতে তিনজন এবং হিলিতে দুইজন সংক্রমিত হয়েছেন। এদিনের আক্রান্তদের অধিকাংশেরই কিন্ত ভ্রমনের ইতিহাস ও উপসর্গ নেই বলে জানা গিয়েছে।

নতুন সংক্রমিতদের মধ্যে সরকারি কর্মী, সাস্থ্য কর্মী, আদালত কর্মী, ব্যাঙ্ককর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের ৩৯ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০জন। জেলার দুজন বাসিন্দার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৬৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন আক্রান্তদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে আনবার প্রক্রিয়া শুরু হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here