কোচবিহারে আক্রান্ত আরও ৩৯, সুস্থ ২৯

0
42

মনিরুল হক, কোচবিহারঃ

লকডাউনের প্রথম দিনে নতুন করে কোচবিহারে আরও ৩৯জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কোচবিহার সদরে ১৭ জন, মাথাভাঙায় ১২ জন, দিনহাটায় ৬ জন, মেখলিগঞ্জে ৩জন এবং তুফানগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন ২৯ জন।

women | newsfront.co
প্রতীকী চিত্র

এই নিয়ে কোচবিহার জেলায় মোট করোনা আক্রান্ত ১৬৭৬ জন। করোনা মুক্ত হয়েছেন ১৩৯২ জন। এই মূহুর্তে অ্যাক্টিভ কেস ২৮৪ জন। গতকাল পর্যন্ত জেলায় কন্টেইনমেন্ট জোন ছিল ২১২টি এলাকায়। গোটা রাজ্যের সাথে এদিন কোচবিহারেও ২দিনের লকডাউন শুরু হয়। প্রথম দিনই পুলিশ প্রশাসন রাস্তায় নেমে সাধারণ নাগরিকদের লকডাউন মানাতে তৎপর হন।

আরও পড়ুনঃ এক সপ্তাহ বন্ধ থাকছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

কোচবিহার শহরে খোদ সদর মহকুমা শাসক সঞ্জয় পালকে লাঠি হাতে মানুষকে ঘর মুখো করতে দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করছেন ২ দিনের এই লকডাউন ঠিকঠাক পালন করা হলে আগামী দিনে আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here