নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জে আরও ৪ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলল।
জানা যাচ্ছে, আক্রান্তরা রায়গঞ্জের বাহিনী গ্রাম পঞ্চায়েতের লহুজ গ্রামের বাসিন্দা ও মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের ভিটি গ্রামের বাসিন্দা। তাঁরা গোয়াতে কেবল অপারেটরের কাজ করতেন। ২০ তারিখে রায়গঞ্জে এসে পৌঁছোন। ২১ জুন তাদের লালারসের নমুনা নেওয়া হয়। বুধবার মালদহ মেডিক্যাল কলেজ থেকে ইমেইল মারফত জেলা স্বাস্থ্য দফতরে পজিটিভ রিপোর্ট এসেছে।
এদিকে ইটাহার থানার এক মহিলা স্বাস্থকর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটালের বাসিন্দা ভিন রাজ্যের কর্মরত ছিলেন। ২১ তারিখ লালারসের নমুনা সংগ্রহ করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
আরও পড়ুনঃ কী যেন নামটা? ভার্চুয়াল জনসভায় মৃত দলীয় কর্মীর নাম ভুলে গেলেন দিলীপ
এদিন তাদেরও রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে রায়গঞ্জ মহকুমায় ৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। এদের মধ্যে ৩ জন রায়গঞ্জ ব্লকের এবং ১ জন ইটাহার ব্লকের। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন স্বাস্থ্যকর্মী। তাঁরা প্রত্যেকেই মহিলা স্বাস্থ্যকর্মী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584