দুঃস্থদের শীতবস্ত্র প্রদান,মধ্যাহ্নভোজন

0
205

মনোদীপ ব্যানার্জী,বহরমপুরঃ

winter clothes for the miserable
নিজস্ব চিত্র
winter clothes for the miserable
নিজস্ব চিত্র
winter clothes for the miserable
নিজস্ব চিত্র

বিবেকানন্দর জন্মদিবসে বিনাপয়সার বাজার নামে এক সাংস্কৃতিক সংগঠন দুঃস্থ মানুষ দের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে ও অভুক্তদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে বর্ষপূর্তি পালন করলো মর্নিং গ্লোরি ইউথ সোসাইটি(MGYS)Iএই সংস্থার সদস্য সৈয়দ তৌফিকুল ইসলাম জানান বিনিপয়সার বাজার নামে অসংগঠিত ভাবে তাদের কাজ বহুদিন ধরে হয়ে আসছে,তবে গতবছর বারোই জানুয়ারি বিবেকানন্দর জন্মদিনকে স্মরণ করে তারা সংঘটিত ভাবে এই আয়োজন করে চলেছেন সারা বছর ধরেই।যার খরচ ভার পুরোটাই বহন করছেন MGYS নিজেই।গত এক বছরে গোটা রাজ্য থেকে তাদের কাছে এসে পৌঁছেছে কুড়ি হাজারেরও বেশি পোশাক আর তার মধ্যে সতেরো হাজার পোশাক তারা ইতিমধ্যেই দিয়ে উঠেছেন চোদ্দটি গ্রামেl
তবে আজ এই বৎসপূর্তি পালনের নব উদ্যোগ ছিলো বিনিপয়সায় দুঃস্থদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা আর এই উদ্যোগে সামিল হয়েছে বহরমপুর শহরের একটি সংস্থা আহ্বান ফাউন্ডেশন।এই সংস্থার সম্পাদক সৌভিক সিনহা জানান তাদের এই সংস্থা এহেন কর্মে উপস্থিত হতে পেরে ভীষন খুশি।আগামীতেও থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনিl

winter clothes for the miserable
নিজস্ব চিত্র
winter clothes for the miserable
নিজস্ব চিত্র

আরও পড়ুন: জেলার বিভিন্ন ব্লকে শুরু আদিবাসী মেলার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here