নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইটাহারের জয়হাট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ইনোভা গাড়ি থেকে ব্রাউন সুগার সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নদিয়া থেকে ভারত-ভুটান সীমান্ত জয়গাঁওতে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন পাচারকারী ও গাড়ির চালক সহ মোট চার জন। ধৃত পাচারকারীদের থেকে প্রায় ৩০০ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং জানান, ‘পুলিশের কাছে খবর ছিল নদিয়া থেকে একটি গাড়ি করে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার পাচার করা হবে।
আরও পড়ুনঃ ফের অগ্নেয়াস্ত্র সহ এক যুবক গ্রেফতার
সেই অনুযায়ী ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং শুরু হয়। ধৃতদের সাথে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কোনও যোগ এখনও মেলেনি।’ শনিবার তাদের জেলা আদালতে তুলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ।
সেই সঙ্গে পুলিশ ব্রাউন সুগার সহ ইনোভা গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ধৃতদের নাম সায়িম খান, আব্দুল মিঞা, রাসেদুল ইসলাম। এদের সবার বাড়ি জয়গাঁ এলাকায়। উদ্ধার হওয়া তিনশো গ্রাম ব্রাউন সুগারের দাম কয়েক লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584