নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপিতে আর ভরসা রাখতে পারছেন না আদিবাসীরা। তাই এবার বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৪০০ জন আদিবাসী। ফের জঙ্গলমহলে ঘর ভাঙল বিজেপির। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মুন্ডুমারি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ,তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবের সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।ওই সভায় পিংলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সমাজের প্রায় ৪০০ জন বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ও তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।
আরও পড়ুনঃ পদ্মশ্রী প্রাপকের পাশে সমাজকর্মীরা
তিনি বলেন, ‘মানুষ বিজেপির সম্পর্কে এখন ভালোভাবে বুঝতে পারছে। কারণ, বিজেপি বাংলার মানুষের ভালো চায় নি। বাংলার উন্নয়ন চাইনি। শুধু বাংলাকে অপদস্থ করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে ও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে চলছে। তাই তারা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।’
আরও পড়ুনঃ জওয়ান মৃত্যুর ঘটনায় ফালাকাটায় কংগ্রেসের বিক্ষোভ
তিনি তাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানান। অজিত মাইতি বলেন, ‘দিলীপ ঘোষ যতই হুমকি দেবেন, ততই বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলে যোগদান করবেন। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই বিজেপি মিথ্যার রাজনীতি করছে। দিলীপ ঘোষ একজন মিথ্যাবাদী হিসেবে পরিচিত। তাই উনার সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো।’
একই সঙ্গে তিনি জানান, ‘ওনার অহংকারের জন্য এবং মিথ্যা কথা বলার জন্য দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাই এই যে ৪০০ জন আদিবাসী সমাজের মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, আমি তাদের যোগ্য সম্মান দেব যাতে তারা দলের হয়ে কাজ করতে পারেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584