করোনা আবহে ভারতে ৪০ জন বিলিওনেয়ার বেড়েছে, দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা পরিস্থিতিতে ভারতে ‘বিলিওনেয়ার’-এর সংখ্যা ১০২ থেকে বেড়ে হয়েছে ১৪২ আর দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ। অতিমারিকালে ভারতে আয় কমেছে ৮৪ শতাংশ পরিবারের। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো অক্সফ্যামের বার্ষিক রিপোর্টে।

Inequality
ছবিঃ অক্সফ্যামইন্ডিয়া.অর্গ

করোনা আবহে দেশের গরিব মানুষ আরও গরিব হয়েছেন আর বৃদ্ধি পেয়েছে ধনীদের সম্পদ। ২০২০ সাল থেকে করোনা অতিমারি এবং লকডাউনের জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ, পরিবারের রোজগেরে সদস্যের প্রাণ গিয়েছে করোনায় ফলে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছেন পরিবারের বাকি সদস্যেরা। এছাড়াও বেতন কমে গিয়েছে বহু চাকরিজীবীর। সুইৎজারল্যান্ডের দাভোসে, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সভার আগে বিভিন্ন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এই রিপোর্ট প্রকাশ করে অক্সফ্যাম। তা থেকেই উঠে এসেছে ভারতের আর্থিক পরিস্থিতির এই ভয়াবহ চিত্র।

“Inequality Kills” শীর্ষক অক্সফ্যামের এই রিপোর্টে বলা হয়েছে, ভারতের ধনীতম ৯৮ জনের কাছে যে পরিমাণ সম্পদ আছে তা দেশের দরিদ্রতম সাড়ে ৫৫ কোটি মানুষের সম্মিলিত সম্পদের সমান। রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২০ সালে ৪ কোটি ৬০ লক্ষ ভারতীয় চরম দারিদ্রের সম্মুখীন হয়েছেন এবং ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ৩০ নভেম্বর অবধি ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ ২৩.১৪ লক্ষ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩.১৬ লক্ষ কোটি। যখন স্বাস্থ্য ও শিক্ষাখাতে খরচ কমাচ্ছে সরকার, তখন ফুলে ফেঁপে উঠছে ধনকুবেরদের সম্পদের পরিমাণ।

আরও পড়ুনঃ করোনা আবহে স্কুল বন্ধ রাখা অযৌক্তিক, মত বিশ্ব ব্যাঙ্কের গ্লোবাল এডুকেশন ডিরেক্টরের

অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী, ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার যখন প্রায় ১৫ শতাংশে পৌঁছে গিয়েছে তখন ২০২১ সালে ভারতে বিলিওনেয়ারের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ৩৯ শতাংশ। করোনা অতিমারির সময়ে অর্থাৎ ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে ১০ শতাংশ এবং শিক্ষাখাতে ৬ শতাংশ বরাদ্দ কমানো হয়। উল্টোদিকে ২০২১ সালে ১০০জন ধনীতম ভারতীয়ের সম্পত্তির পরিমাণ রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৭.৩ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুনঃ শীতকালীন ঝড়ের কবলে কানাডা ও যুক্তরাষ্ট্র

অক্সফ্যামের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ৯৮ জন ভারতীয় বিলিওনেয়ারের সম্পত্তির ওপর ৪ শতাংশ কর বসালে যে পরিমাণ আয় হবে তা দিয়ে আগামী ১৭ বছর মিড ডে মিল প্রকল্প চালানো যাবে। এবং অন্তত এক শতাংশ সম্পত্তি কর বসালে সেই আয় থেকে স্কুল শিক্ষা বা আয়ুষ্মান ভারত যে কোনও একটি প্রকল্পের খরচ ভালোভাবে চালাতে পারবে সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here