বিরাট ব্যবধানে জয়, নৈতিকতার প্রশ্ন তুলে বাস্কেটবল কোচকে এক মাসের জন্য সাসপেন্ড করল স্কুল

0
54

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অবিশ্বাস্য হলেও সত্যি! মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাইস্কুলের বাস্কেটবল টুর্নামেন্টের ঘটনা- সাসপেন্ড করা হল কোচকে কারণ তাঁর টিম অস্বাভাবিক রকম বেশী পয়েন্ট পেয়ে ম্যাচ জিতেছে। ঘটনাটি ঘটেছে কানেক্টিকাটের সেক্রেড হার্ট অ্যাকাডেমিতে।

jason Kirck
জেসন কার্ক

সেক্রেড হার্ট অ্যাকাডেমির বাস্কেটবল কোচ জেসন কার্ক-এর বিরুদ্ধে অভিযোগ তাঁর টিম অন্য স্কুলের টিমকে অনৈতিক ভাবে হারিয়ে দিয়েছে খেলায়, যা কোনভাবেই খেলোয়াড় সুলভ আচরণ নয়। খেলার ফলাফল হয়েছিল ৯২-৪, এই কারণেই স্কুল কর্তৃপক্ষ আগামী একমাসের জন্য সাসপেন্ড করেন কার্ক-কে।

স্কুল সভাপতি সিস্টার শীলা ও’ নীল এপ্রসঙ্গে বলেন, সেক্রেড হার্ট অ্যাকাডেমিতে তাদের স্কুলের শিক্ষাকে সম্মান করে, শিক্ষাকে বহন করতে শেখায়। খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠন হয়, তাদের দায়িত্বশীল ব্যবহার ও অন্যদের কিভাবে সম্মান করতে হয় শেখানো হয় তাও। স্কুলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

আরও পড়ুনঃ কোহলির অনবদ্য দৃঢ়তায় প্রোটিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে সংগ্রহ ২০০ পার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here