নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
অবিশ্বাস্য হলেও সত্যি! মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাইস্কুলের বাস্কেটবল টুর্নামেন্টের ঘটনা- সাসপেন্ড করা হল কোচকে কারণ তাঁর টিম অস্বাভাবিক রকম বেশী পয়েন্ট পেয়ে ম্যাচ জিতেছে। ঘটনাটি ঘটেছে কানেক্টিকাটের সেক্রেড হার্ট অ্যাকাডেমিতে।
সেক্রেড হার্ট অ্যাকাডেমির বাস্কেটবল কোচ জেসন কার্ক-এর বিরুদ্ধে অভিযোগ তাঁর টিম অন্য স্কুলের টিমকে অনৈতিক ভাবে হারিয়ে দিয়েছে খেলায়, যা কোনভাবেই খেলোয়াড় সুলভ আচরণ নয়। খেলার ফলাফল হয়েছিল ৯২-৪, এই কারণেই স্কুল কর্তৃপক্ষ আগামী একমাসের জন্য সাসপেন্ড করেন কার্ক-কে।
স্কুল সভাপতি সিস্টার শীলা ও’ নীল এপ্রসঙ্গে বলেন, সেক্রেড হার্ট অ্যাকাডেমিতে তাদের স্কুলের শিক্ষাকে সম্মান করে, শিক্ষাকে বহন করতে শেখায়। খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠন হয়, তাদের দায়িত্বশীল ব্যবহার ও অন্যদের কিভাবে সম্মান করতে হয় শেখানো হয় তাও। স্কুলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
আরও পড়ুনঃ কোহলির অনবদ্য দৃঢ়তায় প্রোটিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে সংগ্রহ ২০০ পার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584