কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত ৪১

0
41

মনিরুল হক, কোচবিহারঃ

সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্যের উত্তরের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার জেলাও নিজের রেকর্ড নিজেই ভাঙছে প্রতিদিন। গতকাল জেলায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন । কোচবিহার জেলা প্রশাসন সূত্রের খবর, নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৪১ জন।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

সেই সংক্রমিতদের মধ্যে মাথাভাঙা মহকুমায় রয়েছে ১৯ জন। ১৫ জন রয়েছে কোচবিহার সদরে, ৬ জন রয়েছে তুফানগঞ্জে এবং ১ জন হল দিনহাটার বাসিন্দা।এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬২। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪৪ জন। মোট অ্যাক্টিভ কেস ৩১৮জনের ।

আরও পড়ুনঃ করোনা ভ্রুকুটিতে পূর্ব মেদিনীপুরের প্রতিমা শিল্পীদের কপালে ভাঁজ

এবং মৃত্যু হয়েছে ১ জনের। কন্টেইনমেন্ট জোন রয়েছে ১৯৩টি। তবে সেই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে ।সাম্প্রতি,কোচবিহার জেলায় কিছুতেই করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। প্রতিদিনই বহু সংখ্যক মানুষের করোনা পজিটিভ ধরা পড়ছে।

জেলার বাসিন্দাদের একাংশের দাবি, মনে হচ্ছে কোচবিহারে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে । তবে এবিষয়ে জেলা শাসক জানিয়ে দিয়েছেন যে কোচবিহার জেলায় এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here