জেলা প্রশাসনের সহায়তায় ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন ৪১৬ জন শ্রমিক

0
44

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

ভিন জেলার প্রায় সাড়ে পাঁচশোজন শ্রমিককে ঘরে ফেরোনার ব্যবস্থা করল পুরাতন মালদহ পুর কর্তৃপক্ষ৷ লকডাউনের মাঝে পুর এলাকায় আটকে থাকা দক্ষিণবঙ্গের ৪১৬ জনকে বৃহস্পতিবার সাতটি বাসে নিজেদের এলাকায় পাঠানো হয়েছে৷

416 labours back to home help of government in the lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের একই ভাবে ফেরত পাঠানো হবে৷ চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, “এখানে আটকে ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাজে আসা প্রায় সাড়ে পাঁচশো জন৷

আরও পড়ুনঃ রায়গঞ্জ মেডিকেলের করোনা রিপোর্ট ‘নেগেটিভ’

লকডাউনে তাঁদের কাজ বন্ধ হয়ে গিয়েছে৷ এই সব পরিযায়ীদের তালিকা তৈরি করে আমরা জেলাশাসককে দিয়েছিলাম৷ জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আজ সাতটি বাসে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পরিযায়ীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে ৷

আজ ৪১৬ জনকে ঘরে ফেরানো হচ্ছে৷ আমরা এই মানুষদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছি৷ প্রত্যেককে সেই পরীক্ষার শংসাপত্র দেওয়া হয়েছে ৷ প্রত্যেকের জন্য খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here