কোচবিহারে বড় ধাক্কা বিজেপিতে, জেলা সম্পাদক সহ ৫০০ কর্মীর তৃণমূলে যোগ

0
80

মনিরুল হক, কোচবিহারঃ

দল বদলের হিড়িক চলছেই কোচবিহার জেলায়। বেশ কয়েকদিন ধরেই বিরোধী শিবির ভাঙতে ব্যস্ত তৃণমূল নেতৃত্বরা। লক্ষ্য বিধানসভা ভোট। বিরোধী দলের সংগঠন ভেঙে নিজেদের পাল্লা ভারী করছে শাসকদল। তাদের দাবি অবশ্য, উন্নয়ন দেখে নিজের ইচ্ছায় তৃণমূলে আসছে অনেকেই।

people | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতির উপস্থিতিতে তৃণমূলে যোগ দেয় কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা জেলা সম্পাদক শৈলেন্দ্রপ্রসাদ সাউ। এছাড়াও এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় পাঁচ শতাধিক কর্মী। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার পুরসভার পুরপিতা ভূষন সিং সহ অন্যান্য নেতৃত্ব।এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপি নেতা শৈলেন্দ্র প্রসাদ সাউ বলেন,“কোচবিহারে বিজেপিতে কি চলছে আপনারা সবাই জানেন। পুরোনোদের কেউই প্রায় এখন আর কোন দায়িত্বে নেই। নতুনদের পদে বসানো হচ্ছে।

tmc flag | newsfront.co
যোগদান কর্মসূচি। নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনে জয় পাওয়ার পর যার সাইকেল কেনার ক্ষমতা ছিল না। সে স্করপিও গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। জেলা বিজেপির বেশির ভাগ নেতা কর্মীরা তোলাবাজে পরিণত হয়েছে। আমরা সমাজের জন্য কাজ করতে এসেছিলাম। কিন্তু বিজেপিতে সেটা করা যাচ্ছিল না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য কাজ করার যে চেষ্টা দেখছি, তাতেই অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি।”

তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “শৈলেন্দ্র প্রসাদ সাউ রাসমেলার মাঠে মঞ্চ করে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে আমাদের দলে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু এই করোনা আবহে সেটা সম্ভব নয় বলে, এদিন শুধুমাত্র ৫০০জন অনুগামী নিয়ে দলীয় কার্যালয়ে যোগদান করলেন। আগামী দিনে বিজেপির আরও বহু নেতা কর্মী আমাদের দলে যোগ দেবেন।”

আরও পড়ুনঃ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে পথে নামল ক্ষিপ্ত জনতা

যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা বলেন, “শৈলেন্দ্র প্রসাদ সাউ বর্তমানে দলের কোন দায়িত্বে ছিলেন না। তৃণমূলে যোগ দিয়েও আমাদের কোন ক্ষতি করতে পারবে না। আর একজন মহিলাকে অপমান জনক ভাষায় আক্রমণ করে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। মহিলারা মায়ের জাত। তাদের যারা সম্মান করতে পারে না, তারা মানুষের বা সমাজের কি কাজ করবে, সেটা সকলেই জানেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here