তবলিঘি জমায়েতে যোগ দেওয়া ৫৩ জন বিদেশী নাগরিক দেশে ফিরলেন

0
56

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শ্রীমতী অর্চনা বেনিওয়ালের রায়ে দেশে ফিরতে পারলেন তবলিঘি জামাতে উপস্থিত থাকা ৫৩ জন বিদেশী নাগরিক। এনাদের মধ্যে ৪০ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১২ জন খিরগিস্তানের নাগরিক ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। তাঁদের বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘন করা, কোভিড ১৯-র কারণে লকডাউনের সময়ে জমায়েত করা ইত্যাদি অভিযোগ দায়ের করা হয়েছিল।

Foreigners | newsfront.co
সংবাদ চিত্র

ডিফেন্সের উকিল শ্রীমতী অসীমা মান্ডলা, ফাহিম খান এবং আহমেদ খান সংবাদ মাধ্যমকে জানান প্রত্যেকে ৫ হাজার টাকা করে ব্যক্তিগত ফাইন জমা দেন তারপরে তাঁদের নিজেদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

উপবিভাগীয় ন্যায়াধীশ ডিফেন্স কলোনি, যিনি এই কেসের প্রধান অভিযোগকারী, সহকারী আরক্ষা আধিকারিক লাজপত নগর এবং নিজামুদ্দিনের মুখ্য আধিকারিক জানান এই বিদেশী নাগরিকদের ফিরে যাওয়াতে তাঁদের আর কোনো আপত্তি নেই। আজ অব্দি ৯০৮ জন বিদেশী নাগরিক তাঁদের ওপর ধার্য ফাইন জমা দিয়ে নিজের নিজের দেশে ফিরে গেছেন। আরো ৪৬ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় কোর্টে মামলা চলেছে।

আরও পড়ুনঃ শচীনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, নির্দেশ রাজস্থান হাইকোর্টের

নিজামুদ্দিন মার্কেজের ধর্মীয় জমায়েতে উপস্থিত এই সমস্ত বিদেশী নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ক্রিমিনাল প্রসিডিওরে যে চার্জশিট দাখিল করে তাতে মূল অভিযোগ ছিল, ভিসা শর্ত লঙ্ঘন করা, আইন বিরুদ্ধ ধৰ্মীয় আচরণ এবং কোভিড ১৯ এর কারণে জারি হওয়া লকডাউন ভঙ্গ করা। পূর্বে এই সমস্ত বিদেশী নাগরিকদের ১০হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছিল, অবশেষে তাঁরা দেশে ফেরার অনুমতি পেলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here