হাসিমারায় গুরু নানকের জন্মদিবস উদযাপন

0
66

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

সোমবার শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫১ তম জন্মদিবস। প্রতিবছরের মত এবছরও মহা সমারোহে হাসিমারা গুরুদুয়ারাতে গুরুনানকের জন্মদিবস উদযাপন করা হলো।

birth day of nanak | newsfront.co
জন্মদিবস উদযাপন ৷ নিজস্ব চিত্র

করোনা আবহে এবছর সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে ও সরকারি গাইডলাইন মেনে গুরুনানকের ৫৫১ তম জন্মদিবস পালিত হল আলিপুরদুয়ার জেলার হাসিমারা গুরুদুয়ারাতে।

celebration | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন হাসিমারা গুরুদুয়ারাতে সৎসঙ্গ ও লঙ্গরখানার আয়োজন করা হয়। যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামিল হয়েছিলেন।

আরও পড়ুনঃ পাহাড়ে ফিরেই বিজেপিকে তোপ রোশনের, আস্থা মমতায়

হাসিমারা গুরুদুয়ারার পক্ষ থেকে হরবন্দ সিং বলেন, “করোনা আবহে মাস্ক ও স‍্যানিটাইজারের ব‍্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here