দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত আরও ৫৭

0
37

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

সংক্রমণে ফের রেকর্ড দক্ষিণ দিনাজপুরে। একদিনে করোনাতে ৫৭ জন আক্রান্তের হদিস মিলল এই জেলায়।পাশাপাশি বাড়ছে সুস্থতাও।সংক্রমিতদের মধ্যে ব্যাংককর্মী, সরকারি বাসকর্মী, পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী রয়েছেন।তবে আক্রান্তদের অধিকাংশেরই কোন ট্রাভেল হিস্ট্রি নেই ও তাঁরা উপসর্গহীন বলে জানা গিয়েছে।

covid hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের ৫৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৩০ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৭৯৮ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন সংক্রমিতদের সেফ হাউজে এনে চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত ২৮ জুলাই আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। এদিন রাতে সেখান থেকে রিপোর্ট এলে দেখা যায়, ৫৭জনের রিপোর্ট পজিটিভ।

আরও পড়ুনঃ সংক্রমণে লাগাম পরাতে কলকাতায় ১৬টি পয়েন্টে অ্যান্টিজেন টেস্ট শুরু করছে পুরসভা

আজ মালদা থেকে আসা রিপোর্টের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে যে ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে দেখা যাচ্ছে তাদের মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই সংক্রমিত হয়েছেন ১২ জন।এই ১২ জন শহরের এই সব এলাকার বাসিন্দা বলে জানা গেছে , বালুরঘাটের পাওয়ার হাউস, পতিরাম, চকভৃগু, পুলিশ লাইন এলাকা, পরানপুর ও পাগলিগঞ্জ, নামাবঙ্গি এলাকার।

এছাড়াও উত্তরবঙ্গ সরকারি পরিবহনের কর্মীরা যেমন রয়েছেন তেমনই বেলতলা পার্ক, পুলিশ লাইন এলাকা, কামালপুর গোপালবাটি, নারায়ণপুর ঘাটকালি, বড়া, হিলি মোড়, খাদিমপুর স্কুলপাড়া, খাদিমপুর মাস্টারপাড়া, শান্তিকলোনি, পাগলিগঞ্জ ও বাউল এলাকার বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের তরফ থেকে কোচবিহার পুরসভা এলাকায় স্যানিটাইজেশন

এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকায় ১০ জন, বংশিহারীতে ২ জন, গঙ্গারামপুর শহরে ১ জন ও গঙ্গারামপুর গ্রামীন এলাকায় ১১ জন, কুশমণ্ডিতে ৯ জন, হিলিতে ৬ জন ও হরিরামপুরে ৩ জন, তপনে ৩ জন সংক্রমিত হয়েছেন।যদিও এই নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে কোন মন্তব্য করা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here