শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
নতুন করে আরও ৬৪ জনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী গত ৫ ও ৬ অগাস্ট লালা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএলে পাঠানো হয়েছিল ৷ সেখান থেকে ৫১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি ১৩ জনের অ্যান্টিজেন বা ট্রুনাট টেস্ট পজিটিভ এসেছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে বালুরঘাট শহরের ৮ জন, বালুরঘাট গ্রামীণ এলাকার ১৬ জন, তপনের ২ জন, গঙ্গারামপুর শহরের ৫ জন, গঙ্গারামপুর ব্লকের ১২ জন, বংশিহারীর ৪ জন, বুনিয়াদপুরের ৩ জন ও কুমারগঞ্জ ব্লকের ১ জন সংক্রমিত হয়েছেন ।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সেফ হোম পরিদর্শনে পর্যটনমন্ত্রী
সংক্রমিতদের কারও ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানা গিয়েছে। এর ফলে জেলায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬৫ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে মোট ১১৩৯ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584