৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান মোহনপুরে

0
233

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের মোহনপুর ব্লক এগ্রি কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিঃ প্রাঙ্গণে ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহনপুর ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে।

inauguration meeting | newsfront.co
নিজস্ব চিত্র

৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সম্পাদক প্রদীপ পাত্র, মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার প্রধান ও সহ-সভাপতি দিলীপ কুমার পাত্র, মোহনপুর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরি সহ আরও অনেকে। ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের এবারের মূল বিষয় ছিল করোনা আবহে আত্মনির্ভর ভারত এবং সমবায়।

bikkram pradhan | newsfront.co
প্রদীপ প্রজ্বলন। নিজস্ব চিত্র

৬৭তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের সূচনা করে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন, “রাজ্যে বাম জমানায় সমবায়কে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেয়া হয়েছিল। ২০১১ সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায়কে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সমবায়ের মাধ্যমে গ্রামের মানুষ যাতে স্বনির্ভর হয় তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।” তিনি বলেন,”সমবায় কে বাঁচিয়ে রাখতে হবে। তাই সমবায় আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।”

আরও পড়ুনঃ জঙ্গলমহলের কালীপুজাের উদ্বোধনে এসে স্মৃতিচারণায় ভাসলেন শুভেন্দু

কেন্দ্র সরকার বঞ্চনা করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে সমবায়ের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। তাই সময়ের সাথে যুক্ত প্রতিটি মানুষকে তিনি সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এবং সমবায়কে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এও বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায় কে বাঁচিয়ে রাখার জন্য সমবায়ের উন্নয়নেএকের পর এক উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

আরও পড়ুনঃ রাজ ঐতিহ্য মেনে স্বপরিবারে কোচবিহার মদনমোহন ঠাকুরের রাস উৎসবের রাসচক্র বানান আলতাফ

তাই সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়ন করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রতিটি এলাকায় যাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় তার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত সমবায়ের সাথে যুক্ত নেতৃত্বদের আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here