শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আগামীকাল ২৩ নভেম্বর মঙ্গলবার ফল প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১৩ ও ২০২০ সালের দুটি নিয়োগের পরীক্ষার। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৩ নভেম্বর ২০২১ প্রকাশিত হবে। কাউন্সিলিং সংক্রান্ত তথ্য পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ষষ্ঠ SLST (AT), ২০১৩ সালের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার রাত ৮ থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com – এ ৮ ডিজিটের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে দেখা যাবে ফল।
সপ্তম SLST (HM/ SUPER), ২০২০ সালের প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশিত হবে আগামীকাল ২৩ নভেম্বর মঙ্গলবার, রাত ৮টা থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com -এ ৮ সংখ্যার রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে দেখা যাবে পরীক্ষার ফল।
আরও পড়ুনঃ স্কুলের দিন ও সময় নিয়ে নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ
কাউন্সিলিং সংক্রান্ত তথ্য পাওয়া যাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com -এ পরবর্তীতে প্রকাশিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584