বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

0
1009

পিয়ালী দাস, বীরভূমঃ

লকডাউন শিথিল হতেই বিজেপিকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। আর তার ফসল হিসাবেই মঙ্গলবার ইলামবাজারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৭০ জন কর্মী। ছেড়ে আসা বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তারা। অন্যদিকে লাভপুরেও গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখালেন ২০০ জন কর্মী।

tmc | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন বীরভূমের ইলামবাজারে ৭০ জন কর্মীর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সদ্য বিজেপি ছেড়ে আসা আদিবাসী মানুষদের দাবি, লোকসভা নির্বাচনের পূর্বে যেভাবে বিজেপি তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটিও পূর্ণ করতে পারেন নি।

উল্টে যেভাবে কেন্দ্রীয় সরকারের কাছে মানুষ বঞ্চিত হচ্ছে তাতে আর বিজেপিতে থেকে লাভ নেই। তাদের দাবি, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। মানুষের মধ্যে বিভেদ ও রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি করছে । কিন্তু আমরা শান্তিপ্রিয় মানুষ। তাই এলাকার শান্তি ও উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগদান ৪৬টি আদিবাসী পরিবারের

এদিন বিকেলে লাভপুরে ২০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে পতাকা তুলে দেন লাভপুরের তৃণমূল নেতা তরুণ চট্টোপাধ্যায়। বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহ জানান, ‘সাধারণ মানুষের বিজেপির প্রতি মোহ কাটতে শুরু করেছে।

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাময়িক ভাবে মানুষের মন জয় করা যায়। কিন্তু নিষ্ঠাভরে রাজনীতি করতে হলে মানুষের কাছে গঠনমূলক কাজ করে দেখাতে হয়। তাই সাময়িক ভাবে মানুষ বিজেপির প্রলোভনে বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেই ভুল শোধরাতে বিজেপি ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসের ফিরে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখছে তারা।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here