লকডাউনে অনাহারে ৮০টি গরুর মৃত্যু! সরকারের কাছে চেয়েও মেলেনি সাহায্য

0
55

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

সম্প্রতি কেরলে গর্ভবতী হাতির মৃত্যু ঘিরে ক্ষোভ উগরে দিয়েছিল গোটা দেশ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিল নেটদুনিয়া। কেরলের পর এবার হরিয়ানায় ঘটল আরও এক মর্মান্তিক ঘটনা। যেখানে আইন করে গো রক্ষার কথা ঘোষণা করেছিল সরকার। প্রকাশ্যে এল হরিয়ানার সেই ছবি।

Haryana Cattle | newsfront.co
মৃত গরু। চিত্র সৌজন্যঃ নিউজ ১৮ হিন্দি

নাহ। এবার হাতি নয়। এখানে ওখানে ছড়িয়ে আছে ৮০টি গরুর মৃতদেহ। আর সেই মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। রক্ষা তো দূরের কথা, গবাদি পশুগুলিকে যে খিদের জ্বালায় মরতে হয়েছে তা ছবিতে স্পষ্ট। লকডাউনের মধ্যে হরিয়ানার সামালখা চুলাকানা অঞ্চলের শ্রী কৃষ্ণ গোশালায় ঘটেছে এই ঘটনা। গোশালায় খাবার জোগানের ঘাটতি হওয়ায়, অনাহারে মারা গিয়েছে ওই ৮০ টি গরু।

আরও পড়ুনঃ কলকাতার মানুষের শরীরে কি তৈরি হচ্ছে করোনার অ্যান্টিবডি! উত্তর খুঁজবে পুরসভা

গোশালার মালিক পক্ষের দাবি, তাঁদের বহু গরু রয়েছে। লকডাউনের মধ্যে সব গরুর যত্ন নেওয়া সম্ভব হয়নি তাঁদের। এই অবস্থায় সরকারের কাছে সাহায্য চাওয়া হলেও কোনো উত্তর মেলেনি। মৃতগরুগুলির সৎকারের জন্যও কোনও জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তাঁরা। গোশালার ভিতরেই পচছে গরুগুলির মৃতদেহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here