নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গত বছরও মুর্শিদাবাদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে হামলা করেছিল স্ক্রাব টাইফাস।
এবছরে একে করোনায় রক্ষে নেই, তার ওপর আবার স্ক্রাব টাইফাস। ঝোপঝাড়ে থাকা এক ধরণের পোকার কামড়ে এই রোগ হয়। গত বছরও মুর্শিদাবাদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে হামলা করেছিল স্ক্রাব টাইফাস। মৃত্যুও হয়েছিল ২ জনের। এবার করোনা আবহে ফের ফিরে এল সেই রোগ।
এবার দেখা দিয়েছে মুর্শিদাবাদে। বেশ কয়েকদিন আগেই মুর্শিদাবাদে ২ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হন। তারপর সম্প্রতি এক সপ্তাহের মধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ৫ শিশু সহ ৯ জন। প্রত্যেকেরই চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে ভোট গ্রহণ, গাইড লাইন প্রকাশ করল কমিশন
এদের মধ্যে রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা বছর ছয়েকের এক শিশু। বাকিরা বহরমপুর, ভগবানগোলা, রানীতলা ও নবগ্রামের বাসিন্দা।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নতুন করে আক্রান্ত ৪৮
স্ক্রাব টাইফাসের জীবাণু শরীরে ঢোকার পরপরই আক্রান্তের জ্বর আসে। তাপমাত্রা ১০৩ ও ছাড়িয়ে যেতে পারে। এর উপসর্গ জ্বর, বমি, শরীরে ব্যথা, শরীরে বিভিন্ন অংশে ছেঁকার মতো দাগ, ক্লান্তি ভাব, ঠোঁট লাল হয়ে যাওয়া ইত্যাদি। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তের দ্রুত চিকিৎসা না হলে মৃত্যু অনিবার্য। চিকিৎসকরা জানাচ্ছেন, জ্বর ৫ দিনের বেশি স্থায়ী হলে টাইফয়েড, ডেঙ্গি পরীক্ষার পাশাপাশি স্ক্রাব টাইফাসের পরীক্ষা করাতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584