নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কিছুদিন আগেই করোনাতঙ্ক কাটিয়ে খুলেছে ইসলাম ধর্মালম্বীদের পবিত্রস্থল মক্কার কাবা মসজিদ। দীর্ঘ কয়েক মাস অতিমারীর কারণে বন্ধ ছিল মক্কা। বর্তমানে খুব সংখ্যক তীর্থযাত্রীকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
UPDATE | A Hyundai car, beige colored, collided at Door 89 of Masjid Al Haram at 10:25 pm And the driver was arrested inside the expansion of King Fahad No one was hurt, Alhamdulillah pic.twitter.com/C4TX6cvODs
— Haramain Sharifain (@hsharifain) October 30, 2020
এর মধ্যেই মক্কার পবিত্র মসজিদে ঘটে গেল এক ভয়ঙ্কর কান্ড। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সটান এসে ধাক্কা মারল মসজিদের গেটে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মক্কায়।
আরও পড়ুনঃ গান্ধী নিয়ে বিকৃত মন্তব্যকারী সৌমিত্র আইআইএমসি-র অধ্যাপক
জানা গিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ মসজিদের দক্ষিণ দিকের গেটে সজোরে এসে ধাক্কা মারে একটি গাড়ি। চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ থোড়াই কেয়ার স্বাস্থ্যবিধি, ট্রাম্পের নির্বাচনী জনসভা ‘সুপার স্প্রেডার’
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে, চালক অপ্রকৃস্থ অবস্থায় ছিল। সবার সামনে দিয়েই রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে মসজিদের গেটে ধাক্কা মারে। তদন্তের জন্য পুলিশ চালককে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। কিন্তু কেন এত দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি তা এখনও জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584