তৃণমূলের উদ্যোগে মেদিনীপুরে হিন্দিভাষী সম্মেলন

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর

রবিবার মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির উদ্যোগে হিন্দিভাষী মানুষদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা ও সম্পাদক সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, রাম রতন আগরওয়াল সহ আরও অনেকে।

conference | newsfront.co
নিজস্ব চিত্র

ওই সম্মেলনে প্রায় ৩০০ জন হিন্দিভাষী মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনে তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত ভাবে বক্তব্য রাখেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব বলেন, হিন্দি ভাষী মানুষদের উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং আগামী দিনে তাদের পাশে থাকার তিনি আশ্বাস দেন। তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা বলেন, মেদিনীপুর শহরে বসবাসকারী হিন্দিভাষী মানুষদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে।

আরও পড়ুনঃ কাঠের উনুন জ্বেলে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

তৃণমূল কংগ্রেস তাদের বিপদে-আপদে পাশে থাকবে এবং তাদের যে দাবি গুলি আছে তা খতিয়ে দেখে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন নির্বাচনের দিন ঘোষণা করেছে তাই কোন প্রতিশ্রুতি দেওয়া যায় না। কারণ রাজ্য সরকার যেসব কাজ করার কথা ঘোষণা করেছিলেন তাদের সেই সব কাজ করেছে। হিন্দি ভাষী মানুষদের উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তাই তিনি হিন্দিভাষী মানুষদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।

তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন হিন্দিভাষী মানুষেরা তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। তাদের দাবিগুলি গুরুত্বসহকারে রাজ্য সরকার বিবেচনা করেছে। হিন্দিভাষী মানুষদের উন্নয়নে অনেক কাজ করা হয়েছে। আগামী দিনে আরও অনেক উন্নয়নের কাজ করা হবে। শুধু পশ্চিম মেদিনীপুর জেলার নয় রাজ্যের হিন্দিভাষী মানুষদের উন্নয়নে কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন

তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার জন্য তিনি হিন্দিভাষী মানুষদের আহ্বান জানান। তিনি বলেন জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি নয়, বাংলার বসবাসকারী সবাই আমরা বাঙালি আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসঙ্গে বসবাস করছি আগামী দিনেও বসবাস করব। এখানে কোনো অশুভ শক্তি বিভেদের রাজনীতি করলেও আমাদের ঐক্য অটুট থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here