৫৪ বছর বয়সে ৭৮ বার রক্তদান, নজির গড়লেন দমকল কর্মী

0
128

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আজ বিশ্ব রক্তদান দিবস। রক্তদানের মত মহৎ জন জাগরন আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে জেলার মধ্যে সব চেয়ে বেশিবার স্বেচ্ছায় রক্তদান করে নজির গড়লেন বালুরঘাট দমকল বিভাগের কর্মী প্রদীপ সাহা।

Blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

আজ বিশ্ব রক্ত দিবসে জেলার এমন এক যোদ্ধাকে খুঁজে পাওয়া গেছে যিনি তার নিজের বয়সের চাইতেও বেশি রক্ত দান করেছেন। পেশায় দমকলকর্মী প্রদীপ সাহা বিপর্যয় সময়কালে যেমন নীজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েন, ঠিক তেমনভাবে জেলার রক্ত সংকট মেটাতে সেইভাবেই সবার আগে ঝাপিয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ সূর্যাপুরী আমকে বাঁচাতে সরকারি উদ্যোগের দাবি বাসিন্দাদের

বালুরঘাট ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন প্রদীপ বাবুর এই কর্মকাণ্ডে অনেকেই গর্বিত। তিনি জানান, ‘তার বয়স ৫৪ বছর। কিন্তু তিনি তার জীবন কলে রক্তদান করেছেন মোট ৭৮ বার। লক্ষ্য মাত্রা ১০০ কোটা পেরোনো। এই দিনে রক্ত সংকট মেটাতে যুবসমাজকে আহবান করছেন তিনি। তার এই স্বেচ্ছায় রক্তদান করে অন্যের প্রান বাঁচানোর প্রয়াসে এগিয়ে আসায় খুশি দমকল বিভাগের কর্মী মহল থেকে বালুরঘাট হাসপাতালের রক্তদান বিভাগের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here