মনিরুল হক, কোচবিহারঃ
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার-১নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারোকোঠা গ্রামে। শনিবার সকালে বাড়ির লোকজন প্রথমে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বরকত আলির কয়েক বছর আগে বিয়ে হয়। তার একটি মেয়ে সন্তানও রয়েছে। প্রায় বছর খানেক আগে তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। কিছু দিন পরে সে হঠাৎ করে বিষ খায়। পরে তাঁকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাঁচিয়ে তোলে। পরবর্তীতে বরকত আলি ৫ মাস আগে দ্বিতীয় বিয়ে করে কিষানগঞ্জে। কিন্তু কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে বরকত আলি। শনিবার সকালে পরিবারের অনুপস্থিতিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।
আরও পড়ুনঃ ঘূর্ণি ঝড়ের প্রকোপে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ারে
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বরকত আলির বিয়ে হয়। তবে বেশ কিছুদিন আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584