নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
তিনি করোনা আক্রান্ত – এই বলে, নিজে চিৎকার করে এলাকার লোকজন জড়ো করে নাটক করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় এলাকায়। ওই যুবকের চিৎকারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন শিলিগুড়ি মোড়ের ট্রাফিক পুলিশের কর্মীরা৷ খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে।
পুলিশ ও রায়গঞ্জ পুরসভার উদ্যোগে পরে ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রাতে তাপস দাস নামে এক ব্যক্তি আচমকাই অসুস্থ হওয়ার ভান করে “আমার করোনা হয়েছে” বলে চিৎকার শুরু করেন৷ এরপরেই রায়গঞ্জ পুলিশ ও পুর প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম তাপস দাস। তিনি পেশায় অটো চালক। কালিয়াগঞ্জের বাঘনে তার বাড়ি। কিন্তু রায়গঞ্জের অশোকপল্লী এলাকায় তিনি ভাড়া থাকেন।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা মন্ত্রীর
রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর নয়ন দাস বলেন, “ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এক ব্যক্তি শিলিগুড়ি মোড়ের ফুটপাথে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। করোনা হয়েছে বলে দাবি করছেন তিনি। এই খবর পাওয়ার পরেই চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকে বিষয়টি জানাই। পুরসভার স্বাস্থ্য কর্মীরা ওই যুবককে প্রাথমিক পরীক্ষা করলে তার শরীরে জ্বরের লক্ষণ পাওয়া যায়নি৷ পরে অ্যাম্বুলেন্সে করে, পুলিশের সাহায্য নিয়ে অসুস্থ যুবককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584