নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা রুখতে কি ভাবে সচেতন থাকা যায় এবং গ্রামবাসীদের কি ভাবে আরও সচেতন করা যায় তা নিয়ে কর্মশালা হল গোয়ালপোখর ব্লকে। শনিবার গোয়ালপোখর এক ব্লকের লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত আশা কর্মী, এএনএম নার্স, হেলথ সুপারভাইজার, ব্লক পি. এচ. এন এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে আয়ুষ কর্মশালা হয়।
প্রায় ছয় হাজারের মত পরিযায়ী শ্রমিক এসেছেন ওই ব্লকে। তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চলছে। অনেকেই সরকারি কোয়ারেন্টাইনে আছেন।
আরও পড়ুনঃ গড়বেতায় সিপিআইএম -এর কমিউনিটি কিচেনে অভিনেতা বাদশা মৈত্র
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ভারত সরকারের আয়ুষ মন্ত্রক নির্দেশিত প্রোটোকল কি ভাবে সাধারণ মানুষের মধ্যে প্রয়োগ করা হবে এটাই বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন ব্লকের আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার ডাঃ দীপক মাঝি। এইসব বিষয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি, জীবনশৈলী সব বিষয় নিয়েও আলোচনা হয় এদিন। উপস্থিত ছিলেন বিএমওএচ ডাঃ রামেশ্বর ঘোষ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584