গড়বেতায় সিপিআইএম -এর কমিউনিটি কিচেনে অভিনেতা বাদশা মৈত্র

0
69

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে, সিপিআইএম গড়বেতা জোনাল কমিটির উদ্যোগে চলা গত দুমাস ধরে কমিউনিটি কিচেনের মাধ্যমে গরীব ও দুঃস্থ মানুষদের হাতে খাবার তুলে দেওয়ার কর্মসূচি চলছে। শনিবার স্থানীয় এক যাযাবর পাড়াতে কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রায় তিন শতাধিক যাযাবরের হাতে তৈরি করা খাবার তুলে দিলেন স্থানীয় সিপিআইএম জেলা কমিটির সদস্য তপন ঘোষ, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা সহ বিশিষ্ট নাট্যকার – অভিনেতা বাদশা মৈত্র, সীমা মুখোপাধ্যায় ও মনীষা মৈত্র।

community kitchen | newsfront.co
নিজস্ব চিত্র

প্রত্যেকে নিজ নিজ হাতে অভাবী দুঃস্থ মানুষদের হাতে তুলে দেয় এই রান্না করা খাবার। পাশাপাশি এই যাযাবর মানুষদের সঙ্গে কথা বলে এবং তাদের পাড়াতে ঘুরে দেখে এবং তাদের অভাব-অভিযোগের কথা শুনেন বিশিষ্ট নাট্যকার বাদশা মৈত্র।

actor Badshah Maitra | newsfront.co
অভিনেতা বাদশা মৈত্র। নিজস্ব চিত্র

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাদশা মৈত্র বলেন মহামারী করোনার মতন পরিস্থিতিতে অভাবী দুঃস্থ মানুষেরা কেমন আছে তা দেখা ও জানার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তার সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

আরও পড়ুনঃ স্বাভাবিক হল উত্তর দিনাজপুরে বাস পরিষেবা

শুধু তাই নয় তিনি আরও বলেন সিপিআইএম নেতৃত্ব যেভাবে বর্তমান সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্য সব রাজনৈতিক দল তেমন ভাবে সাড়া দেয়নি। এখানেই শেষ নয় তিনি আরও বলেন বর্তমান সময়ে মানুষকে চিনে নিতে হবে কে বেশি সাহায্য করছেন, তবে এই মহামারী মোকাবিলায় রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট নন বিশিষ্ট নাট্যকার বাদশা মৈত্র। তিনি বলেন, বর্তমানে সরকার যদি আরও সংবেদনশীল হত তাহলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেত সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here