নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ
করোনার কবলে এবার বর্ধমানের ছোটনীলপুর ভারত সেবাশ্রম সংঘ। সেখানকার এক মহারাজের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁর লালারসের নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আশেপাশের কয়েকটি বাড়ি সহ পুরো আশ্রম চত্ত্বর কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভারত সেবাশ্রম সংঘের আশপাশের এলাকা বাফার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাঁশের ব্যারিকেড দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার প্রস্তুতি শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহারাজ কয়েকদিন আগে শহরের ইছলাবাদ সহ কয়েকটি জায়গায় গিয়েছিলেন। ভাতারেও গিয়েছিলেন।
আরও পড়ুনঃ কোচবিহারে ফের করোনা আক্রান্ত ১৮ জন
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত মহারাজের সংস্পর্শে কারা এসেছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তাঁদেরও কোয়ারেন্টাইনে রেখে লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হবে। অনেক আবাসিক পড়ুয়াও থাকেন ওই আশ্রমে। তাঁদেরও করোনা পরীক্ষা করা হতে পারে। শহরের বাসিন্দাদের অবশ্যই মাস্ক পড়তে বলা হচ্ছে। পাশাপাশি রাস্তায়, বাজারে, বাসে, টোটোতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584