নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরিযায়ী শ্রমিক হিসাবে যে কত শ্রমিক বাংলার বাইরে গিয়েছিলেন, লকডাউনে সেটা পরিস্কারভাবে বোঝা যাচ্ছে। এমনকি সেক্ষেত্রে মানা হতনা কোন নিয়ম। সংসারের হাল ধরতে পড়াশোনা মাঝপথে রেখে কিশোর বয়সেই মুম্বাই পাড়ি জমিয়েছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মনোহরপুর গ্রামের কিশোর পীযূষ দাস (১৫)।
মুম্বাইতে পাইপ লাইনে লেবারের কাজ করত সে। লকডাউনে কাজ হারিয়ে অনাহারে দিন কাটছিল মুম্বাইতে। শ্রমিক স্পেশাল ট্রেন পেয়ে গত সপ্তাহে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু অভিযোগ ট্রেনে জোটেনি পর্যাপ্ত খাবার ও পানীয় জল। তার ফলে ট্রেনে অসুস্থ হয়ে যায় কিশোর পীযূষ দাস।
আরও পড়ুনঃ করোনার থাবা এবার খড়গপুর হাসপাতালে
তিনদিন অর্ধাহারে ট্রেন সফরের পর হরিশ্চন্দ্রপুরে এসেই বারদুয়ারী হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে চলে যায়। সেখানেই রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সোমবার রাতে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584