১৪১ নং বিএসএফের মানবিক মুখ সীমান্তে

0
94

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গী থানার জলঙ্গীর ১৪১ নং বিএসএফ জওয়ান যখন সীমান্তে কর্মরত ছিলেন  এক যুবককে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে সীমান্ত পার হতে দেখেন।  সেই যুবক কে আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যান তাঁরা। এক বিএসএফ আধিকারিক সেই যুবকের সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে আটক হওয়া যুবক সব কিছু ঠিক করে বলতে পারছেন না। ঐ যুবক-কে জলঙ্গী থানায় হস্তান্তর করা হয়। সেখানেই জানা যায় ঐ যুবক মানসিক ভারসাম্যহীন এবং গত এক বছর যাবত বাড়ি থেকে নিখোঁজ ছিল সে।

a missing person found by bsf handed over to jalangi ps
নিজস্ব চিত্র 

আরও পড়ুনঃ সরকারি কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান

পুলিশ জানিয়েছে মানসিক ভারসাম্যহীন ঐ যুবকের নাম সেবক গোয়ারি,পিতা আমবৃত গোয়ারী, আসাম রাজ্যের বাকশাল জেলার মাসুল পুর থানার এক নং দিয়ারি গ্রামের বাসিন্দা তাঁরা। দীর্ঘ এক বছর পরে ছেলে কে পেয়ে তার পরিবার  ধন্যবাদ জানায়  সীমান্তের বিএসএফ ও থানার পুলিশকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here