নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গানের ভিতর দিয়ে আগামীর তারাদের খোঁজ করছে ‘কৌশিক ইভেন্টস’। এই সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘আগামীর তারারা’ শিরোনামের এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা। ১৯ মার্চ,২০২১,অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারি (আই.সি.সি.আর)তে। সময় বিকেল ৫ টা।
‘আগামীর তারারা’র উদ্দেশ্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং তাদের চলার পথে তাদের পাশে থাকা। গান দুনিয়ার নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসার এই আয়োজনে যেমন শামিল হয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পীরা, তেমনই শামিল তাঁদের সন্তানেরা।এমনকী তাঁদের কৃতি ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুনঃ শহরের বুকে আসছে ‘স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল’
রূপঙ্করের কন্যা মহুল, মনোময়ের পুত্র আকাশ, রাঘবের দুই কন্যা আনন্দী-আহিরি, প্রতীক চৌধুরীর ছেলে দ্বীপরাজ, খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু মুখোপাধ্যায়, সিধুর ভাগ্নে বৈদূর্য। আবার থাকছে লোপামুদ্রা মিত্র এবং ঋদ্ধি বন্দোপাধ্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীরাও।
আরও পড়ুনঃ বড়পর্দায় সমরেশ মজুমদারের ‘এই আমি রেণু’, হাজির ট্রেলার
কৌশিক ঘোষ নিজের এই উদ্যোগ নিয়ে বলেন- “নতুনদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই এই আয়োজন। নতুনরাই ভবিষ্যৎ তাই তাদের গান সবার কাছে পৌঁছানো দরকার। তবেই তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584