দুঃস্থ মানুষদের সহায়তায় এগিয়ে এলো রায়গঞ্জের বেসরকারি সংস্থা

0
36

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

দেশ ব্যাপী লকডাউনের মধ্যে গরীব ও দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালো রায়গঞ্জের এক বেসরকারি সংস্থা।
বুধবার ওই সংস্থার তরফ থেকে রায়গঞ্জের বেশ কিছু দুঃস্থ মানুষদের হাতে চাল,ডাল সাবান, নোংরা ফেলার প্লাস্টিক সহ অন্যান্য বেশ কিছু নিত্য প্রয়োজনীয় ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

relief fund | newsfront.co
ত্রাণ দান বেসরকারি সংস্থার। নিজস্ব চিত্র

এদিন সংস্থার অন্যতম কর্ণধার অভিজিৎ ঘোষ জানান, দেশ জুড়ে লকডাউনের ফলে এলাকার প্রান্তিক ও দুঃস্থ মানুষেরা খুব সমস্যার সম্মুখীন হয়েছেন। রায়গঞ্জের বিভিন্ন বেসরকারি সংস্থার মতো আমরাও এই প্রান্তিক মানুষদের জন্য যতটুকু সম্ভব সাহায্যের চেষ্টা করছি।

আরও পড়ুনঃ সরকারি নির্দেশানুসারে রেশনে বিনামূল্যে চাল,আটা পাওয়ায় খুশি প্রাপকরা

সেই অনুযায়ী সংস্থার পক্ষ থেকে ক্লাব এবং এনজিও মারফত রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন দুঃস্থ মানুষদের নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী তুলে দেওয়া হলো। আগামীতে এই ধরনের প্রচেষ্টা আরও করা হবে।

এদিন সকাল ৮ টা নাগাদ এমজি রোড সংলগ্ন সংস্থার অফিসের সামনে থেকেই এই খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি বন্টন করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে যথেষ্ট খুশি এলাকার স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here