সরকারি নির্দেশানুসারে রেশনে বিনামূল্যে চাল,আটা পাওয়ায় খুশি প্রাপকরা

0
62

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা ভাইরাসের জেরে গোটা দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন । এই কারণে সব থেকে সমস্যায় পড়েছেন দুঃস্থ সাধারণ মানুষরা। এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

ration | newsfront.co
রেশন নিচ্ছে প্রাপক। নিজস্ব চিত্র

সরকারি নির্দেশ মেনে বুধবার সকাল থেকে রেশন দেওয়া চালু হলো ফালাকাটার বিভিন্ন এলাকায়। জানা গেছে, চার শ্রেণীর রেশন কার্ড প্রাপকদের বিনামূল্যে খাদ্য বণ্টন করবে রাজ্য সরকার। এএওয়াই পরিবার ১৫ কেজি চাল ও ২০ কেজি আটা, পিএইচএইচ ও এসপিএইচএইচ প্রতি কার্ডে ২ কেজি চাল, ৩ কেজি আটা ও আরকেএসওয়াই-১ কার্ড যাদের আছে, তারা প্রতি কার্ডে ২ কেজি চাল ও ৩ কেজি গম প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

ration line | newsfront.co
রেশনে প্রাপকদের লাইন। নিজস্ব চিত্র

এছাড়াও এদিন সাধারণ রেশন গ্রাহকরা নিজেদের হাত স্যানিটাইজ করে, তবেই চাল ও আটা সংগ্রহ করে। এমনকি এক মিটার দূরে দূরে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী গ্রহণ করে রেশন গ্রাহকরা। করোনা মোকাবিলায় রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ রেশন গ্রাহকরা।

আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দিলেন পুরসভার কাউন্সিলররা

free foods | newsfront.co
বিনামূল্যে চাল,আটা,গম। নিজস্ব চিত্র

এর পাশাপাশি এদিন এলাকার রেশন ডিলাররা জানান, “সরকারী নির্দেশানুসারে নির্দিষ্ট গ্রাহকদের বিনামূল্যে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। ভিড় ও সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলেও জানান।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here